26 C
আবহাওয়া
৬:০০ অপরাহ্ণ - ডিসেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন : প্রথম দিনের ভোট গ্রহণ চলছে

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন : প্রথম দিনের ভোট গ্রহণ চলছে

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন : প্রথম দিনের ভোট গ্রহণ চলছে

বিএনএ, আদালত প্রতিবেদক : ঢাকা আইনজীবী সমিতির ২০২১-২২ মেয়াদে কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের প্রথম দিনের ভোটগ্রহণ চলছে।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টায় সমিতি ভবনে এ ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৫ টা পর্যন্ত। আগামীকাল বৃহস্পতিবারও (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টায় শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত এ ভোট নেয়া হবে।

নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের সভাপতি পদে অ্যাডভোকেট আবুল বাতেন ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. ফিরোজুর রহমান মন্টু প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে বিএনপি সমর্থিত নীল প্যানেলের হয়ে সভাপতি পদে অ্যাডভোকেট মো. মোসলেহ উদ্দিন জসিম ও সাধারণ সম্পাদক পদে খোন্দকার মো. হযরত আলী লড়ছেন।

সাদা প্যানেলের অন্যান্য পদের প্রার্থীরা হলেন- সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মো. দেলোয়ার হোসেন পাটোয়ারী, সহ-সভাপতি পদে শ্রী প্রাণ নাথ, কোষাধ্যক্ষ পদে এ কে এম আরিফুল ইসলাম কাওছার, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে এ কে এম সালাহউদ্দিন, সহ-সাধারণ সম্পাদক পদে এএম মনিরুজ্জামান তারেক, পাঠাগার সম্পাদক পদে শারমিন সুলতানা হ্যাপী, সাংস্কৃতিক সম্পাদক পদে সাইলা পারভীন পিয়া, অফিস সম্পাদক পদে জাকির হোসেন লিংকন, ক্রীড়া সম্পাদক পদে মো. রফিকুল ইসলাম ও সমাজকল্যাণ সম্পাদক পদে এ এস ইমরুল কায়েশ।

সদস্য পদে প্রার্থী মো. বাহারুল ইসলাম বাহার, সুলতানা রাজিয়া রুমা ও এ বি এম ফয়সাল সারোয়ার ও ইমতিয়াজ আহমেদ প্রিন্স, গোলাম ইমন হোসেন, জুয়েল চন্দ্র মাদক, মো. আহসান হাবিব, মো. মহিদ উদ্দিন মহিন, মো. জাকির হোসেন, সাজিদা সুলতানা পম্পি ও সুলতানা রোজারিও।

অপরদিকে নীল প্যানেলের অন্যান্য পদের প্রার্থীরা হলেন, সিনিয়র সহ-সভাপতি পদে কামাল উদ্দিন, সহ-সভাপতি পদে মো. আনিসুর রহমান আনিস, কোষাধ্যক্ষ পদে আব্দুর রশিদ মোল্লা, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে মো. আবুল কালাম আজদ, সহ-সাধারণ সম্পাদক পদে মোহাম্মাদ আনিসুজ্জমান আনিস, লাইব্রেরি সম্পাদক পদে মো. রফিকুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক হাবিবা কাদের মিলি, অফিস সম্পাদক পদে আলিজা, ক্রীড়া সম্পাদক পদে মো. নাসির উদ্দিন ও সমাজকল্যাণ সম্পাদক পদে মো. মিজানুর রহমান মিজান।

নীল দলের সদস্য পদে মোহাম্মদ আনোয়ার পারভেজ (শামীম), এমআরকে রাসেল, মো. হোসনী মোবারক ও বাবুল আক্তার বাবু, নতুন প্রার্থী মো. সোহাগ হাসান রনি, মো. রাশেদ তপন, মোসা. তাসলিমা আক্তার, মো. ইয়াকুব আলী, রেজাউল ইসলাম, এসএম কবিরুজ্জামান ও দেওয়ান ইমদাদুল আলম ইমন নির্বাচন করছেন।

বিএনএ নিউজ/সাহিদুল, জেবি

Loading


শিরোনাম বিএনএ