বিএনএ, ঢাকা : রাজধানীর ডেমরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোহাম্মদ হৃদয় (৩০) নামে এক কাভার্ড ভ্যান চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে ডেমরার কোনাপাড়া-ষ্টাফ হাইওয়ে রোডে এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, নাজমুল (৪৫), মোহাম্মদ বাবু (২৩) ও শারফিন (৬০)। আহতরা সবাই নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ উপজেলার স্থানীয় বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেন ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান। তিনি বলেন, আমরা খবর পেয়ে সকালের দিকে ডেমরার কোনাপাড়া স্টাফ কোয়ার্টার হাইওয়ের রাসেল ব্রিজের ওপর একটি দুর্ঘটনা ঘটেছে। পরে জানতে পারি নরসিংদীগামী এক্সপ্রেসওয়েতে তেল শেষ হয়ে যাওয়ায় একটি কাভার্ড ভ্যান দাঁড় করান ছিল। তখন ভোরের কুয়াশার কারণে পেছন থেকে দ্রুতগতির আরেকটি কাভার্ড ভ্যান সেটিকে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানের চালক নিহত হন এবং তার সহকারীসহ তিন জন আহত। আমরা তার নাম হৃদয় বলে জানতে পারি। অপর ভ্যানের চালক ও সহকারী আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে। নিহত ওই চালকের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় কাভার্ড ভ্যান দুটি পুলিশের হেফাজতে রয়েছে। নিহত চালকের বিস্তারিত জানার চেষ্টা চলছে।
বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম।