23 C
আবহাওয়া
১২:৩৫ অপরাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » নারায়ণগঞ্জে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

নারায়ণগঞ্জে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

অজ্ঞান পার্টি

বিএনএ, ঢাকা: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ওমর ফারুক খান (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ জানুয়ারি ) বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে মেডিসিন ভবনের ৭০১ নম্বর ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মারা যান তিনি।

ওমর ফারুক নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঞ্চনপুর গ্রামের মৃত আহমেদ খানের ছেলে।

নিহতের ভাই রফিকুল জানান, ‘আমার ভাইয়ের কাঁচপুর বাজারে ইলেকট্রনিক্সের দোকান আছে। বিকেলের দিকে বাসে বাসায় যাচ্ছিল। এমন সময় বাসের ভেতর প্রতারক চক্রের সদস্যরা কৌশলে তাকে কিছু খাইয়ে অচেতন করে রাস্তায় ফেলে যায়। পরে সেখান থেকে পথচারীরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসে। আমরা সংবাদ পেয়ে ঢাকা মেডিকেলে এসে আমার ভাইকে খুঁজে পাই। সেখানে মেডিসিন ভবনের ৭০১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে মারা যান তিনি।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে ব্যবসায়ী ওমর ফারুকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।

বিএনএ/আজিজুল,এমএফ/ হাসনা/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ