24 C
আবহাওয়া
৩:১৩ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » শ্বাসরুদ্ধকর ম্যাচে মাশরাফির কাছে সাকিবের হার

শ্বাসরুদ্ধকর ম্যাচে মাশরাফির কাছে সাকিবের হার

সিলেট ২ রানে জয়ী

বিএনএ: বিপিএলে শ্বাসরুদ্ধকর ম্যাচে মাশরাফির সিলের স্ট্রাইকার্সের কাছে মাত্র ২ রানে হেরেছে সাবিকের ফরচুন বরিশাল। টানা চার ম্যাচে জয়ের পর হারল বরিশাল।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে মিরপুর স্টেডিয়ামে টস জিতে সিলেটকে ব্যাটিং করার আমন্ত্রণ জানান বরিশালের অধিনায়ক সাকিব। আগে ব্যাট করে ৫ উইকেটে ১৭৩ রান সংগ্রহ করে সিলেট। টার্গেটে খেলতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৭১ রান তুলতে সক্ষম হয় বরিশাল।

সিলেটের পক্ষে নাজমুল হোসেন শান্ত ৬৬ বলে সর্বোচ্চ ৮৯ রান করেন। এছাড়া টম মুরস ৩০ বলে ৪০ ও ১৬ বলে ২১ রান করেন থিসারা পেরেরা। এছাড়া সিলেটের আর কোন ব্যাটার তেমন সুবিধা করতে পারেন নি।

বরিশালের পক্ষে মোহাম্মদ ওয়াসিম ৩টি ও ১টি করে উইকেট শিকার করেন সাকিব ও কামরুল।

টার্গেটে খেলতে নেমে দারুণ সূচনা করে বরিশাল। উদ্বোধনী জুটিতে ৪২ রান সংগ্রহ করে তারা। দলের পক্ষে ৩৭ বলে সর্বোচ্চ ৪২ রান করেন ইব্রাহিম জাদরান। এছাড়া সাইফ হাসান ১৯ বলে ৩১, সাকিব ১৮ বলে ২৯, করিম জানাত ১২ বলে ২১ ও ১৩ বলে ১৭ রান করেন ইফতেখার আহমেদ। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭১ রান তুলতে সক্ষম হয় বরিশাল। ফলে ২ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।

সিলেটের পক্ষে রেজাউর রহমান রাজা ৩টি ও ২টি করে উইকেট শিকার করেন তানজিম হাসান সাকিব ও মোহাম্মদ আমীর।

প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন নাজমুল হোসেন শান্ত।

বিএনএনিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ