কর্ণফুলী উপজেলা বড়উঠানে ১২৩তম বার্ষিক ওরস উপলক্ষে হযরত শাহসূফী কালাচাঁন গাজী (রঃ) (প্রকাশ কালা ফকির) স্মৃতি শিক্ষা বৃত্তি পরীক্ষা ২০২২ এর বৃত্তিপ্রাপ্ত পরীক্ষার্থীদের সনদ প্রদান ও পুরস্কার বিতরণ গত ২০ জানুয়ারি ২০২৩ ইং সৈয়দা হোসনে আরা আলম খান ফাউন্ডেশনের সহযোগিতায় মওলানা গাজী মোহাম্মদ ইসহাক’র সভাপতিত্বে সাইফুর রহমান আরিফের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা, সৈয়দা হোসনেআরা-আলম খান ফাউন্ডেশনের চেয়ারম্যান বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার প্রাপ্ত মোহাম্মদ মোকাম্মেল হক খান আল-মাইজভান্ডারী, প্রধান বক্তা হিসেবে বড়উঠান মৌলভী বাড়ী ও ওয়াইজ বিবি জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সরওয়ার আলম আল কাদেরী উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে ৯নং ওয়ার্ডে ইউপি মেম্বার সাজ্জাদ হোসেন খান সুমন, চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের বন্দর বিষয়ক সম্পাদক জহির উদ্দিন টিপু, ফারুক আহমদ, সৈয়দ নুর, মোঃ ওসমান, মোঃ মাইনুদ্দিন, ইমতিয়াজ উদ্দিন, আবদুল মাহবুদ, দিদারুল আলম ও সার্বিক তত্ত্বাবধানে উপ-পরিচালক মোজাম্মেল হক-সহ বিভিন্ন জেলা-উপজেলা থেকে ভক্তরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মোহাম্মদ মোকাম্মেল হক খান বলেন-অলি আল্লাহদের পথ অনুসরণ করলে সমাজে বিশৃংখলা, জঙ্গীবাদ ও সন্ত্রাসমুক্ত সমাজ প্রতিষ্ঠা সম্ভব হবে। তিনি পুরস্কার প্রাপ্তদের তিনি অভিনন্দন জানান। ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়তে হলে ছাত্র-ছাত্রীদেরকে আরো কঠোর পরিশ্রম ও এ ব্যাপারে তিনি পারিবারিক শিক্ষার প্রতি গুরুত্বের পাশাপাশি অভিভাবকদের আরো সচেতন থাকার আহবান জানান। তিনি চট্টগ্রামের ঐতিহাসিক দেয়াং পাহাড়ের আউলিয়াদের নিদর্শন সংরক্ষণের জন্য কোরিয়ান ইপিজেড এর কাছে দাবি জানান। প্রধান বক্তা মাওলানা মোহাম্মদ সরওয়ার আলম আল কাদেরী বলেন-ইসলাম মানুষকে ধনী, গরীব, সততা, ত্যাগ, সংযম ও মানবিক শিক্ষা দেয়। তিনি দেশ ও জাতির কল্যাণ সার্বিক মঙ্গল কামনা করে মোনাজাত করেন। স্কুল ও মাদ্রাসা পঞ্চম শ্রেণি বৃত্তি পরীক্ষা মোট ১৩০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। ট্যালেন্টপুলে ৪ জন, এ গ্রেড ১০ জন ও সাধারণ গ্রেড ২৫ জন পুরস্কার প্রাপ্ত হন।
bnanews24,SGN