17 C
আবহাওয়া
৫:০৪ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » অপ্রয়োজনীয় খরচের বিষয়ে সতর্ক থাকতে হবে-প্রধানমন্ত্রী

অপ্রয়োজনীয় খরচের বিষয়ে সতর্ক থাকতে হবে-প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী

বিশ্বের সব দেশই আর্থিক সংকটে আছে উল্লেখ করে ডিসিদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের জনগণকে অর্থনৈতিকভাবে সক্ষম করতে কাজ করছে বর্তমান সরকার। আর আপনারা দেশের মানুষের সেবক এ কথাটি মনে রাখতে হবে। জনগণের টাকায় সবকিছু করা হয়। তাই গুজব প্রতিরোধের পাশাপাশি পণ্যমূল্য স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং করতে হবে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি)সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে বক্তব্য প্রদানকালে এমন মন্তব্য করেন।

আর্থিক কারণে ইভিএম কেনা বাতিল করা হয়নি জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ সময়ে ইভিএম অগ্রাধিকার নয়। এর প্রয়োজন এখনই নয়; এমন খাতে ব্যয়ে সতর্কতা অবলম্বন করছে সরকার। এখন মূলত মানুষের খাদ্য, চিকিৎসা, কল্যাণকেই প্রাধান্য দেয়া হচ্ছে।

জেলা প্রশাসকদের নিজ নিজ জেলায় বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে তদারকির পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিকভাবে অর্থনীতির ক্ষেত্রে একটা বিপর্যয় চলছে। তাই অপ্রয়োজনীয় খরচের বিষয়ে সতর্ক থাকতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘দেশের মানুষের খাদ্য ও চিকিৎসা ঠিক রাখতে হবে। আমদানি নির্ভরতা কমিয়ে দেশের অগ্রযাত্রা ঠিক রাখতে হবে। কাজেই সব পরিস্থিতি উত্তরণ করেই আমাদের উন্নয়নশীল দেশের মর্যাদা ধরে রাখতে হবে।’

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ
কোহলিকে জরিমানা অবৈধ বিদেশি নাগরিকদের ৩১ জানুয়ারির মধ্যে বৈধতা অর্জন করতে হবে বায়ুদূষণ থেকে রক্ষা পেতে Air Quality Index অনুসরণের আহ্বান অগ্নিকাণ্ডে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ক্ষয়ক্ষতি নিরূপণে ২ টি কমিটি গঠন শিক্ষার মান উন্নয়নে সবার সহযোগিতা অপরিহার্য-প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা তিতাসের অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান অব্যাহত অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে জড়িতদের ছাড় নেই- আসিফ মাহমুদ ত্রিপুরাদের বাড়িতে অগ্নিসংযোগকারী বেনজীরের গুন্ডাদের রেহাই নেই-পার্বত্য উপদেষ্টা জোরারগঞ্জে জামায়াতের কর্মী শিক্ষা বৈঠক ও সম্মেলন সম্পন্ন রাজধানীতে নারীর মরদেহ উদ্ধার