38 C
আবহাওয়া
৬:৩৬ অপরাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৪
Bnanews24.com
Home » সব বাসস্ট্যান্ডে ভাড়ার তালিকা টাঙাতে হাইকোর্টের নির্দেশ

সব বাসস্ট্যান্ডে ভাড়ার তালিকা টাঙাতে হাইকোর্টের নির্দেশ

সব বাসস্ট্যান্ডে ভাড়ার তালিকা টাঙাতে হাইকোর্টের নির্দেশ

বিএনএ ঢাকা: সব বাস স্টপেজে ভাড়ার তালিকা টাঙানো এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামি ৩০ দিনের মধ্যে বিআরটিএ-কে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।

এই সংক্রান্ত দায়ের করা রিটের শুনানি নিয়ে সোমবার (২৪ জানুয়ারি) এই আদেশ দেন বিচারপতি মামুনুর রহমান ও খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ।

রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আবু তালেব। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

পরে আইনজীবী আবু তালেব সংবাদ মাধ্যমকে বলেন, যাত্রীদের কাছ থেকে বাসমালিক, কন্ডাক্টরদের বেশি ভাড়া আদায় বন্ধ করার ব্যর্থতা কেন বেআইনি ও আইন পরিপন্থী ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। এই রুল বিবেচনাধীন থাকায় অবস্থায় ৩০ দিনের মধ্যে বাস থামার প্রতিটি নির্দিষ্ট জায়গায় যাত্রীদের কাছে সহজে দৃশ্যমান স্থানে ভাড়ার তালিকা প্রকাশ এবং ইলেকট্রনিক বিলবোর্ডের মাধ্যমে তালিকা প্রদর্শন করতে বলা হয়েছে। পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করতে প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা গ্রহণে বিআরটিএ-কে নির্দেশনা দেয়া হয়।

এর আগে গত ৪ জানুয়ারি গণপরিবহনে প্রচলিত ওয়ে বিল বাতিল চেয়ে হাইকোর্টে রিটটি দায়ের করেন আইনজীবী আবু তালেব।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ