18 C
আবহাওয়া
৯:০৯ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » থাইল্যান্ডে ১০৭ মিয়ানমার নাগরিক আটক

থাইল্যান্ডে ১০৭ মিয়ানমার নাগরিক আটক

থাইল্যান্ডে ১০৭ মিয়ানমার নাগরিক আটক

কাঞ্চনবুরি: মিয়ানমার থেকে কাজের সন্ধানে অবৈধভাবে থাইল্যান্ডে প্রবেশ করা ১০৭জনকে আটক করেছে থাই পুলিশ। খবর ব্যাংকক পোস্ট এর।

সুরসি টাস্ক ফোর্সের  সদস্যরা সীমান্ত টহল দেয়ার সময় রোববার(২৩জানুয়ারি) মিয়ানমার নাগরিক ৬৬জন পুরুষ এবং ৪১জন নারীকে অবৈধভাবে থাইল্যান্ডে প্রবেশের দায়ে আটক করে।

আটককৃতরা পুলিশকে জানিয়েছে, তারা মিয়ানমারের ফায়াথোনেজু, মৌলমেইন, ইয়ংগন, বাগো এবং দাওয়েই শহর থেকে থাইল্যান্ডের সামুত সাখোন, সামুত সংখরাম, চোন বুরি এবং ব্যাংককে কাজের জন্য দালালদের প্রত্যেককে ১০,০০০-২৭০০০ বাথ প্রদান করেছে। তাদের মধ্যে কেউ কেউ সম্পূর্ণ অর্থ প্রদান করেছে এবং অন্যরা তাদের কর্মক্ষেত্রে পৌঁছে বাকি অর্থ প্রদান করার কথা রয়েছে। পুলিশ ঘটনার সাথে জড়িত একজন থাই গাইডকেও আটক করেছে।

থাই গাইডের বিরুদ্ধে অবৈধভাবে দেশে প্রবেশকারী বিদেশীদের সহায়তা দেয়ার অভিযোগ আনা হয়েছে।

সাম্প্রতিক সময়ে মিয়ানমারে বিরাজমান রাজনৈতিক সহিংসতা, ব্যাপক বেকারত্ব এবং দেশের অচলাবস্থার প্রেক্ষিতে দেশটির নাগরিকরা চরম আর্থিক ও মানবিক সংকটে ভুগছে। সে কারণে হতাশ নাগরিকরা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে।

বিএনএ নিউজ ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ