27 C
আবহাওয়া
১০:১১ অপরাহ্ণ - মার্চ ২৮, ২০২৪
Bnanews24.com
Home » রাশিয়ায় বিক্ষোভ : গ্রেফতার তিন হাজার

রাশিয়ায় বিক্ষোভ : গ্রেফতার তিন হাজার

রাশিয়ায় বিক্ষোভ : গ্রেফতার তিন হাজার

বিএনএ, বিশ্ব ডেস্ক : কারাদণ্ডপ্রাপ্ত বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির সমর্থনে রাশিয়ায় বিক্ষোভ করেছে দেশটির হাজার হাজার মানুষ। বিক্ষোভ থেকে ৩ হাজারের বেশি জনকে পুলিশ গ্রেফতার করার খবর পাওয়া গেছে। সংবাদ মাধ্যম রয়টার্স ও বিবিসি’র প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রেসিডেন্ট পুতিনের সমালোচকদের মধ্যে সবচেয়ে আলোচিত ব্যক্তি অ্যালেক্সি নাভালনি গত রোববার গ্রেফতার হওয়ার পর বিক্ষোভের ডাক দেওয়া হয়।

মস্কো, সেইন্ট পিটার্সবার্গ, সাইবেরিয়াসহ প্রায় ১শ’ শহরে বিক্ষোভ কর্মসূচি পালন করে মানুষ। কিশোর, ছাত্রছাত্রী থেকে শুরু করে বয়স্ক ব্যক্তিরা পর্যন্ত বিক্ষোভে অংশ নেয়। তারা নাভালনির মুক্তি দাবি করেন।

সংবাদ সংস্থা রয়টার্স জানায়, মস্কোর র‍্যালিতে অন্তত ৪০ হাজার মানুষ অংশ নেয়। তবে রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্যমতে বিক্ষোভকারীদের সংখ্যা ৪ হাজার।

র‍্যালি পর্যবেক্ষণের কাজ করে থাকে এমন একটি বেসরকারি সংস্থা ওভিডি ইনফো, তারা জানিয়েছে প্রায় ৩,১০০ মানুষকে আটক করা হয়েছে। যার মধ্যে ১,২০০ জনের বেশি মস্কো থেকে।

উল্লেখ্য, গত আগস্টে রাশিয়ার বিরোধী নেতা নাভালনির ওপর স্নায়ু বিকল করার বিষাক্ত রাসায়নিক প্রয়োগ করা হয়। তারপর থেকে তিনি চিকিৎসার জন্য জার্মানিতে ছিলেন। গত রোববার বার্লিন থেকে মস্কোতে ফেরার পর তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর ৩০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে। মূলত এই ৩০ দিন বিচারকার্য শুরু হওয়ার আগে তাকে রিমান্ডে রাখা হবে।

প্যারোলের শর্ত ভাঙ্গার অভিযোগে তাকে গ্রেফতার দেখানো হয়েছে। তবে নাভালনির দাবি, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ