17 C
আবহাওয়া
১২:৪৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু

ডেঙ্গুতে চারজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১০৯

বিএনএ, ঢাকা : গত ২৪ ঘন্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত আরও এক জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫৬৪ জনের।

সোমবার (২৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৭২ জন। নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১৭ জন, চট্টগ্রাম বিভাগে ১৭ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৫১ জন, ঢাকা উত্তর সিটিতে ৩৪ জন এবং দক্ষিণ সিটিতে ৩৩ জন, খুলনা বিভাগে পাঁচ জন, রাজশাহী বিভাগে ১০ জন, ময়মনসিংহ বিভাগে চার জন এবং রংপুর বিভাগে এক জন রোগী রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘন্টায় সারা দেশে ২৭৩ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৯৮ হাজার ৮৪০ জন। এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ১ লাখ ৩৬৬ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ