বিএনএ, নারায়নগঞ্জ : নারায়নগঞ্জের ফতুল্লায় বিসমিল্লাহ ডাইং নামের একটি কাপড় রং করার কারখানার বয়লারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন বয়লার মেশিনসহ কাপড় ও কাঁচামাল পুড়ে গেছে। সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে ডাইংয়ের বয়লারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের হাজীগঞ্জ ও পাগলা স্টেশন ও নদী ফায়ার স্টেশনের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
হাজিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার ওবায়দুল ইসলাম বলেন, কারখানার বয়লার থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে আগুন কারখানার ছড়িয়ে পড়ে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের হাজিগঞ্জ ও পাগলা দুটি স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। দুপুর দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানানো হবে বলে জানায় উপ-সহকারি পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন।
বিএনএনিউজ/এইচ.এম।