বিএনএ, ডেস্ক: কুমিরের পেট থেকে অক্ষত অবস্থায় জীবন্ত মানুষ বের হয়ে আসা চমকে যাওয়ার মতোই ঘটনা। সম্প্রতি এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যা বেশ অবাক করেছে নেটিজেনদের।
ভিডিওতে দেখা যায়, একটি কুমির শুয়ে আছে আর তার পেছনে লেজ ধরে বসে আছে একজন মানুষ। এমন সময় কুমিরের মুখ থেকে হাত বের করছেন একজন, পরে তাকে কুমিরের পেট থেকে টেনে বের করে আনেন আরেকজন।
ভারতীয় গণমাধ্যম এই সময়ের এক প্রতিবেদনে জানানো হয়, ভিডিওটি সত্যি, তবে এতে থাকা কুমিরটি খেলনা ও প্লাস্টিকের। ভিডিওটি ভালো করে দেখলে কুমিরটিকে রোবট মনে হবে।
এদিকে রোবট ক্রোকোডাইল নামের ভিডিওটি সামাজিক মাধ্যমে বেশ সাড়া ফেলেছে। ইতোমধ্যে পোস্টটিতে সাড়ে ছয় লাখের উপর লাইক পড়েছে।
ভিডিওটি সোশ্যাল মিডিয়া সাইট ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছিল। এটি ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট @earth_animals_pix পোস্ট করেছিল। ভিডিয়টি প্রচুর শেয়ার ও ভিউ হয়েছে।
বিএনএ/এমএফ