17 C
আবহাওয়া
১২:৫৪ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » টাইগারদের দাপটে ৯৮ রানে অলআউট নিউজিল্যান্ড

টাইগারদের দাপটে ৯৮ রানে অলআউট নিউজিল্যান্ড

ক্রিকেট

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে দারুণ বোলিং করেছে বাংলাদেশের বোলাররা। কিউইদের সবকটি উইকেট ভাগাভাগি করে নিয়েছেন তানজিম সাকিব-শরিফুল ইসলাম-সৌম্য সরকার-মুস্তাফিজুর রহমান। টাইগার পেসারদের দাপটে মাত্র ৯৮ রানে অলআউট হয়েছে নিউজিল্যান্ড। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ২৬ রানের ইনিংস খেলেছেন উইল ইয়াং।

শনিবার ভোর ৪টায় নিউজিল্যান্ডের নেপিয়ারে মাঠে নামে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ম্যাচটিতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার দলপতি নাজমুল হোসেন শান্ত।

ম্যাচে বাংলাদেশের হয়ে তিনটি করে উইকেট শিকার করেন তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও সৌম্য সরকার। একটি উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ