18 C
আবহাওয়া
১:২৮ অপরাহ্ণ - জানুয়ারি ৮, ২০২৫
Bnanews24.com
Home » নিউজিল্যান্ডে ঐতিহাসিক জয় বাংলাদেশের

নিউজিল্যান্ডে ঐতিহাসিক জয় বাংলাদেশের

জয়

স্পোর্টস ডেস্ক: নেপিয়ারে তৃতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৯ উইকেটে হারাল নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল। ১৯ বারের চেষ্টায় নিউজিল‍্যান্ডে স্বাগতিকদের হারাতে পারল বাংলাদেশ। আর এই জয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে বাংলাদেশ। নিউজিল‍্যান্ডের বিপক্ষে পেয়েছে নিজেদের সবচেয়ে বড় জয়। এর আগে দুইবার মিরপুরে জিতেছিল ৭ উইকেটে।

জয় সূচক রান এনে দেওয়ার পথে পঞ্চাশ স্পর্শ করেন অধিনায়ক শান্ত, ৫১ বলে।

জয়ে সবচেয়ে বড় ভূমিকা অবশ‍্য বোলারদের। তিনটি করে উইকেট নিয়ে তানজিম হাসান, সৌম‍্য সরকার ও শরিফুল ইসলাম ৯৮ রানে থামিয়ে দেন স্বাগতিকদের। বাংলাদেশের বিপক্ষে যা নিউজিল‍্যান্ডের সর্বনিম্ন।

ছোট রান নিয়ে একদমই লড়াই করতে পারেনি নিউজিল‍্যান্ড। শান্ত ও এনামুল হকের আগ্রাসী ব‍্যাটিংয়ে ২০৯ বল বাকি থাকতেই জয়ের বন্দরে প‍ৌঁছে যায় সফরকারীরা। ওয়ানডেতে এ নিয়ে কেবল তৃতীয়বার দুইশর বেশি বল অব‍্যবহৃত রেখে জিতল বাংলাদেশ।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ