20 C
আবহাওয়া
১০:২৪ অপরাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ববির শিক্ষার্থী 

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ববির শিক্ষার্থী 

বরিশালে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

বিএনএ, ববি : সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মার্কেটিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকিব হাসান রাফির। শুক্রবার(২২ ডিসেম্বর) মাঝরাতে কুমিল্লার ময়নামতি এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মার্কেটিং বিভাগের চেয়ারম্যান বঙ্কিম চন্দ্র সরকার৷

রাকিব হাসান রাফি মার্কেটিং বিভাগ থেকে স্নাতক পাশকরে বর্তমানে রবি আজিয়াটা লিমিটেড এর টেরটরি অফিসার পদে কর্মরত ছিলেন৷ তিনি এর আগে কীর্তনখোলা ফিল্ম সোসাইটির সভাপতির দায়িত্ব পালন করেছেন৷

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ময়নামতি এলাকায় বাইক চালানোর একপর্যায়ে পিছন দিক থেকে ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় রাফির। বাইকে রাফির পিছনে আসিফ নামে আরেকজন ছিলেন তিনিও আহতঅবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

রাফি গ্রামের বাড়ি বাগেরহাটের মনিগঞ্জ গ্রামে। নিজ গ্রামেই সন্ধ্যা সাড়ে ৬টায় তাঁর জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে৷

রাফির পরিবারে পিতা, মাতা ও এক বড় ভাই রয়েছেন।

এদিকে রাফির এমন মৃত্যুতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে শোকের ছায়া নেমে এসেছে৷ ভিন্ন ভিন্ন শোক বার্তায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) ড.বদরুজ্জামান ভূঁইয়া, প্রক্টর ড.আবদুল কাইয়ুম, ব্যবসায় অনুষদের ডিন ড.আব্দুল্লাহ আল মাসুদ মরহুম শিক্ষাথী রাকিব হাসান রাফির রুহের মাগফেরাত কামনা করেন। তারা শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। একইসাথে সড়ক দুর্ঘটনায় আহত অন্য এক শিক্ষার্থীর সুস্থতা কামনা করেন।

বিএনএ/ রবিউল/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ