17 C
আবহাওয়া
১০:৫৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » ভারতে বাস খাদে, তিন অফিসারসহ ১৬ সেনার মৃত্যু

ভারতে বাস খাদে, তিন অফিসারসহ ১৬ সেনার মৃত্যু

ভারতে বাস খাদে, তিন অফিসারসহ ১৬ সেনার মৃত্যু

বিএনএ, বিশ্বডেস্ক : ভারতের সিকিমে একটি বাস খাদে পড়ে ৩ অফিসারসহ ১৬ সেনা সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও চারজন।  শুক্রবার(২৩ ডিসেম্বর) সকালে উত্তর সিকিমের লাচেনে বাসটি খাদে পড়ে । ওই বাসে ২০ জন সেনা সদস্য ছিলেন।

এনডিটিভি খবরে বলা হয় , সকালে উত্তর সিকিমের লাচেন থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে জেমা এলাকায় তিনটি গাড়ির কনভয় নিয়ে থাঙ্গুর দিকে যাচ্ছিল সেনাবাহিনীর বাসটি। পাহাড়ি বাঁকে বাসটি ঘোরাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে গভীর খাদে পড়ে যায়। তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালানো হয় এবং আহত ৪ সেনাকে হেলিকপ্টারে করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

এ ঘটনায় ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক টুইটবার্তায় শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, উত্তর সিকিমে দুর্ঘটনায় সেনা সদস্যদের নিহতের ঘটনাটি বেদনাদায়ক। জাতি তাদের সেবা ও প্রতিশ্রুতির জন্য অত্যন্ত কৃতজ্ঞ। শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছি।

বিএনএ/ওজি

 

Loading


শিরোনাম বিএনএ