20 C
আবহাওয়া
৯:৩৭ অপরাহ্ণ - জানুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » ফেনীতে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

ফেনীতে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

ফেনীতে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

বিএনএ, ফেনীঃ ফেনীর ছাগলনাইয়ায় রোজিনা আক্তার (২৮) নামে এক গৃহবধূ পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। উপজেলার মহামায়া ইউনিয়নের উত্তর সতর গ্রামে শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে।ঘটনার পর রাজমিস্ত্রি স্বামী কবির হোসেন সবুজ পলাতক রয়েছেন। সে উত্তর সতর গ্রামে শেখ কলিম উদ্দিন হাজী বাড়ির মৃত আবু তৈয়বের ছেলে।

নিহত রোজিনা আক্তার ছাগলনাইয়ার ঘোপাল ইউনিয়নের দুর্গাপর গ্রামের বাঘাইয়া বাড়ির মৃত আবদুল হাইয়ের মেয়ে। তাদের সংসারে জামিলা সুলতানা রিচি (৯) এবং আট মাস বয়সী রাজ নামে এক ছেলে সন্তান রয়েছে।

রোজিনার মা খোদেজা বেগম ও ভাই শাহাদাত হোসেন অভিযোগ করে বলেন, ২০১২ সালের খোদেজার বিয়ের পর থেকেই যৌতুকের দাবীসহ নানা অজুহাতে স্বামী সবুজ তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালিয়ে আসছে।

পুলিশ বলছে, গলায় ফাঁসের দাগ রয়েছে। আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এটি হত্যা নাকি আত্মহত্যা।

এবিএম নিজাম উদ্দিন

Loading


শিরোনাম বিএনএ