26 C
আবহাওয়া
১:২১ অপরাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » সম্মেলনে বিএনপিকে আমন্ত্রণ জানাল আওয়ামী লীগ

সম্মেলনে বিএনপিকে আমন্ত্রণ জানাল আওয়ামী লীগ

বিএনপিকে আমন্ত্রণ জানাল আওয়ামী লীগ

বিএনএ: ২২তম জাতীয় সম্মেলনে বিএনপিকে চিঠি দিয়ে আমন্ত্রণ জানিয়েছে আওয়ামী লীগ। শুক্রবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে বিএনপি নেতাদের দাওয়াতপত্র পৌঁছে দেয় আওয়ামী লীগ।

আওয়ামী লীগের উপদফতর সম্পাদক সায়েম খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স আওয়ামী লীগের আমন্ত্রণপত্র গ্রহণ করেন।

পরে সায়েম খানে সাংবাদিকদের জানান, ২২তম জাতীয় সম্মেলনে বিএনপির তিন সিনিয়র নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তারা হলেন-স্থায়ী কমিটির সদস্য মঈন খান, ড. খন্দকার মোশাররফ হোসেন এবং নজরুল ইসলাম খান।

আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে বিএনপি নেতারা অংশ নেবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন আওয়াম লীগ নেতা সায়েম খান।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ