বিএনএ, ঢাকা : দেশের মোবাইল অপারেটর কোম্পানি বাংলালিংক গ্রাহকদের ডিজিটাল লাইফস্টাইলকে আরও সহজ করতে ই-সিম চালু করেছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) ঢাকায় বাংলালিংকের প্রধান কার্যালয়ে ই-সিমের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলালিংকের চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত, চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান ও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিষদের সদস্যরা।
গ্রাহকরা ই-সিমের সঙ্গে একটি একটি সাধারণ সিমও ব্যবহার করতে পারবেন। বাংলালিংক গ্রাহকরা দেশের যে কোনো বাংলালিংক সেন্টারে গিয়ে ই-সিমে মাইগ্রেট করাতে পারবেন। ই-সিম নিয়ে বিস্তারিত তথ্য বাংলালিংকের ওয়েবসাইটে পাওয়া যাবে।
বিএনএনিউজ/এইচ.এম।