17 C
আবহাওয়া
১:৪৮ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » যুক্তরাষ্ট্রে একই হোটেলে ছিলেন শাকিব-বুবলী?

যুক্তরাষ্ট্রে একই হোটেলে ছিলেন শাকিব-বুবলী?

শাকিব

বিএনএ বিনোদন ডেস্ক: নায়ক শাকিব খানের হাত ধরেই সিনেমা দুনিয়ায় পা রাখেন এক সংবাদ পাঠিকা শবনম বুবলী। শুরু থেকেই এই নায়কের সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা যায়। তবে দুজনের কেউই তা স্বীকার করেননি।

কথা কম কাজ বেশি স্লোগানকে সামনে রেখে নিন্দুকদের কোনো কথার তোয়াক্কা না করে জুটি বেঁধে একের পর এক সিনেমায় কাজ করেছেন শাকিব-বুবলী। মাঝে বুবলীর আড়ালে থাকা বা তার মা হওয়ার গুঞ্জনেও শাকিবকে নিয়েই আলোচনা ছিল তুঙ্গে। আবারও সেই প্রেম-বিয়ের গুঞ্জন উসকে দিয়েছে যুক্তরাষ্ট্রে একই হোটেলের সামনে দুজনের ছবি প্রকাশ্যে আসার পর।

অন্তর্জালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মাঝারি দামের, সীমিত পরিষেবা হোটেলগুলোর একটি হিলটন গার্ডেন ইনের সামনে বেশ কিছু ছবি প্রকাশ করে শবনম বুবলী ক্যাপশন জুড়েছেন, ‘থ্রোব্যাক যুক্তরাষ্ট্র অনেক স্মৃতির দেশ’।

এদিকে আজ একই হোটেলের সামনে নিজের ছবি শাকিব খান অন্তর্জালে প্রকাশ করেছেন। তারপর থেকে দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন ভক্তরা। তবে কী ইঙ্গিতে দুই তারকা তাদের সম্পর্কের বার্তা দিলেন? এমন জল্পনা সিনেপাড়ায়।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ