19 C
আবহাওয়া
৪:৫৫ পূর্বাহ্ণ - নভেম্বর ২৪, ২০২৫
Bnanews24.com
Home » সারাদেশে ৪৮ ঘণ্টা গ্যাস কূপ খনন স্থগিত

সারাদেশে ৪৮ ঘণ্টা গ্যাস কূপ খনন স্থগিত


বিএনএ, ঢাকা: ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে সতর্কতার অংশ হিসেবে দেশের সব এলাকায় গ্যাস কূপ খনন ও জরিপ কার্যক্রম ৪৮ ঘণ্টার জন্য স্থগিত করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দেশে ভূমি কম্পের কারণে জনস্বার্থে তেল-গ্যাসের কূপ খনন ৪৮ ঘণ্টার জন্য স্থগিত রাখা হয়েছে। এ ছাড়া সেখানে ভারী যন্ত্রাংশের ক্ষতি ও ভূকম্পনে ড্রিলিং কার্যক্রম যাতে ব্যাহত না হয় সেজন্য এ বিষয়ে মৌখিক নির্দেশনা দিয়েছি।

পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, গত ২ দিনের মধ্যে ৪টি ভূমিকম্প প্রমাণ করে নরসিংদী জেলার উপরে অবস্থিত ভুস্তরীয় প্লাটিলেট খুবই অস্থিতিশীল অবস্থায় রয়েছে। এ সময়ে ভূমিতে যে কোনো ধরনের সামান্য কম্পনও ওই এলাকার ভূমিকে আরো অস্থিতিশীল করে তুলতে পারে। ফলে যে সব এলাকায় ড্রিলিং কার্যক্রম চলছে তা ৪৮ ঘণ্টা বন্ধ ঘোষণা করার জন্য পরামর্শ দেয়া হয়।

পেট্রোবাংলা আরো জানায়, কূপ খনন ও জরিপ কার্যক্রম আগামী ২৫ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত স্থগিত থাকবে। তবে গ্যাস সরবরাহ ও উৎপাদন কার্যক্রম অব্যাহত থাকবে।

রাজধানীতে গতকাল শনিবার সন্ধ্যায় দুবার ভূমিকম্প হয়েছে। একটির উৎপত্তিস্থল বাড্ডায়, আরেকটির উৎপত্তিস্থল নরসিংদীতে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ