16 C
আবহাওয়া
৭:৫৭ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » দোহারে গ্যারেজ থেকে মালিকের মরদেহ উদ্ধার

দোহারে গ্যারেজ থেকে মালিকের মরদেহ উদ্ধার


বিএনএ, ঢাকা : ঢাকার দোহারে মো. শহিদ (৪০) নামে এক রিকশা গ্যারেজ মালিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার লটাখোলা নতুন বাজার এলাকার একটি রিকশা গ্যারেজ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মো. শহিদ চর লটাখোলা এলাকার করম আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৭টায় রিফাত নামে এক যুবক গ্যারেজে গাড়ি নিতে আসেন। এ সময় শহিদ ঘুমিয়ে রয়েছে ভেবে তাঁকে ওঠানোর চেষ্টা করেন রিফাত। ডাকার পরও শহিদ সজাগ না হওয়ায় পাশের দোকানদারকে ডেকে আনার পর তারা বুঝতে পারেন শহিদ মারা গেছেন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

দোহার থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, গ্যারেজ থেকে একটি রিকশা ও চারটি রিকশা থেকে ১৬টি ব্যাটারি চুরি হয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। প্রাথমিকভাবে রিকশা ও ব্যাটারি চুরির জন্য শহিদকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ