বিএনএ বিশ্বডেস্ক : লেবাননের বিভিন্ন এলাকায় শুক্রবার দিনভর ভয়াবহ বিমান হামলায় ৫৯ জন নিহত এবং ১১২ জন আহত হয়েছেন। সাম্প্রতিক দিনগুলোর মধ্যে লেবাননে এটিই সবচেয়ে বড় হতাহতের ঘটনা।
আনাদোলু এজেন্সির খবরে বলা হয়,গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু ও সাবেক যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করায় দেশটির সামরিক বাহিনীর এমন বেপরোয়া আচরণ দেখা গেল।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সর্বশেষ এই হতাহতের ঘটনার পর গত এক বছরে ইসরায়েলি বাহিনীর হামলায় লেবাননে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৬৪২ জনে। আর আহত হয়েছেন ১৫ হাজার ৩৫৬ জন।
অন্যদিকে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলের ৬০ হাজারের বেশি বাসিন্দা একবছর ধরে ঘরবাড়ি ছাড়া। যা নিয়ে বেশ বিপাকে ইসরায়েলি সরকার।
বিএনএ/ ওজি/শাম্মী