21 C
আবহাওয়া
১০:২০ অপরাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » পারমাণবিক যুদ্ধের উসকানি দিচ্ছে যুক্তরাষ্ট্র: কিম জং উন

পারমাণবিক যুদ্ধের উসকানি দিচ্ছে যুক্তরাষ্ট্র: কিম জং উন

পারমাণবিক যুদ্ধের উসকানি দিচ্ছে যুক্তরাষ্ট্র: কিম জং উন

বিএনএ বিশ্বডেস্ক: উত্তর কোরিয়ার নেতা কিম জং উন মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোরীয় উপদ্বীপে পারমাণবিক যুদ্ধের উত্তেজনা ও উসকানি বৃদ্ধির অভিযোগ করেছেন । তিনি বলেছেন, কোরীয় উপদ্বীপ এর আগে কখনই পারমাণবিক যুদ্ধের বড় ঝুঁকির সম্মুখীন হয়নি।

উত্তর কোরিয়ার এক সামরিক প্রদর্শনীতে দেয়া বক্তব্যে এই তথ্য জানানো হয়েছে।

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন বলেন, পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে সবসময়ই আগ্রাসী ও প্রতিকূল মনোভাব রয়েছে মার্কিন প্রশাসনের।বিশ্বজুড়ে উত্তেজনা ছড়াচ্ছে ওয়াশিংটন। মার্কিন প্রশাসন বাইডেন পরমাণু যুদ্ধের জন্য উসকানি দিচ্ছে। কোরীয় উপদ্বীপে বিবাদমান পক্ষগুলো কখনও এতটা তীব্র ও বিপজ্জনক সংঘাতের মুখোমুখি হয়নি, যা ধ্বংসাত্মক থার্মোনিউক্লিয়ার যুদ্ধে রূপ নিতে পারে। ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে আমরা ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ক্ষেত্রে যতদূর যেতে পারি ততদূরে গেছি।কিন্তু এখন সেসব আলোচনা হচ্ছে তা থেকে কেবল এটাই দেখা গেছে যে, উত্তর কোরিয়ার প্রতি তাদের আগ্রাসী ও বৈরি নীতি কখনই বদলাতে পারে না।’

সিউলের কোরিয়া ইনস্টিটিউট ফর ন্যাশনাল ইউনিফিকেশনের রিসার্চ ফেলো হং মিন বলেন, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের আগে কূটনীতির দরজা খোলা রেখে উত্তরের পারমাণবিক ক্ষমতার ওপর জোর দেওয়ার চেষ্টা করতে পারেন কিম। নতুন করে যে কোনও ধরনের আলোচনা পুনরায় শুরু করা এবং মার্কিন বৈরী মনোভাবের পরিবর্তনের আহ্বান জানানোর আগে ট্রাম্পকে তার ‘‘সহাবস্থানের ইচ্ছা’’ দেখানো উচিত; কিম হয়তো এমন ইঙ্গিত দিতে চাচ্ছেন।

বিএনএনিউজ/ আরএস/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ