৯:২২ পূর্বাহ্ণ - মে ১৬, ২০২৫
Bnanews24.com
Home » শাহ আমানতে আড়াই কোটি টাকার স্বর্ণ উদ্ধার

শাহ আমানতে আড়াই কোটি টাকার স্বর্ণ উদ্ধার

শাহ আমানতে আড়াই কোটি টাকার স্বর্ণ উদ্ধার

বিএনএ,চট্টগ্রাম : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মো. সোহেল (২৮) নামে এক যাত্রীর কাছ থেকে প্রায় আড়াই কোটি টাকার ৪ কেজি ১০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে দুবাই থেকে বিজি ১৪৮ ফ্লাইটে আসা ওই যাত্রীর কাছ থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বাসিন্দা। উদ্ধার করা স্বর্ণের মধ্যে ২৪ ক্যারেটের ২৬টি স্বর্ণের বার, ৬টি গলানো গোল্ড পাত, ৩টি গোল্ড পিন্ডো, ৫টি হাতের বালা, ১টি নেকলেসসহ কিছু গহনা রয়েছে।

বিমানবন্দরে কর্মরত কাস্টমের উপকমিশনার সুমন চাকমা বলেন, সকালে দুবাই থেকে আসা এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে চার কেজি ওজনের স্বর্ণ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২ কোটি ৪০ লাখ টাকা। উদ্ধার করা স্বর্ণ কাস্টমের হেফাজতে রাখা হয়েছে।

বিএনএনিউজ২৪.কম/এনএএম

Loading


শিরোনাম বিএনএ