14 C
আবহাওয়া
৯:৩২ পূর্বাহ্ণ - জানুয়ারি ৩, ২০২৫
Bnanews24.com
Home » লোহাগাড়ায় ৭০৫০ পিস ইয়াবাসহ আটক ২

লোহাগাড়ায় ৭০৫০ পিস ইয়াবাসহ আটক ২

লোহাগাড়ায় ৭০৫০ পিস ইয়াবাসহ আটক ২

বিএনএ, লোহাগাড়া (চট্টগ্রাম) : চট্টগ্রামের লোহাগাড়ায় ২ মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২টি প্রাইভেট কার এবং ৭হাজার ৫০পিস ইয়াবা জব্দ করা হয়।

আটককৃত মাদক কারবারীরা হল চট্টগ্রামের ভূজপুর হলুদিয়া এলাকার জাকির হোসেনের পুত্র জাহেদ হোসেন(২৮) এবং মৌলভীবাজার জনগন্নাথপুর এলাকার লেফাজ মিয়ার পুত্র মোশরাফ মিয়া(৩০)।

লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ জানান, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে পুলিশের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে তল্লাশি কার্যক্রম পরিচালনা করে। এসময় চট্টগ্রাম অভিমুখী প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে জাহেদ হোসেনের কাছ থেকে ৪০৫০পিস ইয়াবা এবং একই স্পটে প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে লেফাজ মিয়ার কাছ থেকে ৩হাজার পিস ইয়াবা উদ্ধার করে। ২ মাদক কারবারীকে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য,নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে তিনি জানান।

বিএনএনিউজ/রায়হান/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ