28 C
আবহাওয়া
৪:১২ অপরাহ্ণ - আগস্ট ২৩, ২০২৫
Bnanews24.com
Home » চ.বি এলামনাই এসোসিয়েশনকে রাজনীতির উর্ধ্বে রাখতে হবে: ফজলুল হক

চ.বি এলামনাই এসোসিয়েশনকে রাজনীতির উর্ধ্বে রাখতে হবে: ফজলুল হক


বিএনএ, চট্টগ্রাম:চবি এলামনাই এসোসিয়েশনের সভাপতি এস এম ফজলুল হক বলেছেন, এলামনাই এসোসিয়েশনকে রাজনীতির উর্ধ্বে রাখতে হবে। দেশপ্রেমিক ও সামাজিক কর্মীর ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকতে পারে, তবে দেশ ও জাতির কল্যাণে কখনো মতানৈক্য বা ভেদাভেদ কাম্য নয়।

শুক্রবার (২২ আগস্ট) বিকাল ৪ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়  এলামনাই এসোসিয়েশনের কার্য নির্বাহী কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। পাঁচলাইশ আবাসিক এলাকাস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা  অনুষ্ঠিত হয়।

তিনি এলামনাই এসোসিয়েশনকে রাজনীতির উর্ধ্বে রাখার জন্য প্রাক্তন শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। পাশাপাশি বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের স্বার্থে মানবিক ও সামাজিক কল্যাণের মাধ্যমে পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব অটুট রাখার অনুরোধ জানান।

সভায় বিগত দিনের কর্মকান্ড এবং এসোসিয়েশনের ভবিষ্যত কর্ম পরিকল্পনা উপস্থাপন করেন সাধারণ সম্পাদক ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী। নির্বাহী কমিটির এই সভায় আগামী ১৫ নভেম্বর অনুষ্ঠিতব্য পুনর্মিলনী ও মেজবান উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠিত হয়।

সভায় সংগঠনের বিভিন্ন কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনায় অংশ নেন এসোসিয়েশনের সহ-সভাপতি, চাকসুর সাবেক ভি.পি ও সাবেক সংসদ সদস্য মজহারুল হক শাহ চৌধুরী, শ.ম নজরুল ইসলাম, সাবেক সংসদ সদস্য মোঃ সিরাজুল ইসলাম, সৈয়দ ছগির আহম্মদ, মোঃ মজতুবা কামাল, এ্যাড. মোহাম্মদ শামীম, মহিউদ্দিন বাদল, এ্যাড. খন্দকার রেজাউল করিম, অধ্যাপক মোঃ ইউনুছ চৌধুরী, মোঃ রেজাউল করিম, অধ্যাপক মোঃ আলী চৌধুরী, আনোয়ারুল ইসলাম, এ্যাড. মোঃ কবির হোসাইন, মোঃ সালাহউদ্দিন রেজা, এ্যাড. এ.এম জিয়া হাবীব আহসান, সাবেক জেলা পিপি এ্যাড. মোঃ এনামুল হক, প্রকাশক দীপক দত্ত, অধ্যাপক ফাতেমা শারমিন ফয়েজি, সাইফুদ্দিন আহমেদ সাকী, এস এম জাকের হোসাইন, শওকত আলী নূর, নাজমুল করিম দুলাল, ব্যারিস্টার মির্জা জিল্লুর রহমান, অপু বৈদ্য, মোঃ আছিফ চৌধুরী, সৈয়দ মোরশেদ হোসাইন, মোঃ গোলাম কবির, খন্দকার নাজমুল হক, ড. জাকির হওলাদার, সাংবাদিক ইয়াসীন হীরা, হাফেজ মোঃ ছালামত উল্লাহ, মোহাম্মদ শাহজাহান, এম.আর চৌধুরী মিল্টন, আসলাম মোর্শেদ, এ্যাড. শাহাদাত হোসেন, মোঃ শাহাজাহন চৌধুরী, শিহাব উদ্দিন, এ্যাড. ফেরদৌস মোরশেদ খান, সাজ্জাদ হোসেন প্রমুখ ।

সভায় কার্যনির্বাহী কমিটির সদস্য চ.বি’র সিনেট সদস্য মুক্তিযোদ্ধা মহিউদ্দিন শাহ আলম নিপুর মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ এবং মরহুমের রুহের মাগফেরাত কামনার্থে দোয়া ও মোনাজাত করা হয়।

 

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ