23 C
আবহাওয়া
১২:১৩ অপরাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » সাজেক থেকে ফিরছেন আটকে পড়া পর্যটকরা

সাজেক থেকে ফিরছেন আটকে পড়া পর্যটকরা


রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি বাঘাইছড়িতে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ডুবে যাওয়া বাঘাইহাট-সাজেক সড়কের পানি সরে যাওয়ায় সাজেক পর্যটন কেন্দ্রে যান চলাচল স্বাভাবিক হয়েছে। এতে সাজেকে আটকা পড়া দুই শতাধিক পর্যটক নিরাপদে ফিরে গেছেন।

শুক্রবার(২৩ আগস্ট) পর্যটকদের বহনকারী গাড়িগুলো সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশে ছেড়ে গেছে বলে জানা গেছে।

জানা যায়, বৃহস্পতিবার রাত থেকে বৃষ্টি থেমে যাওয়ায় কাচালং নদীর পাহাড়ি ঢলও কমে গেছে। ফলে বাঘাইহাট-সাজেক সড়কের তলিয়ে যাওয়া তিন স্থানের পানি কমে গিয়ে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।

আজ সকাল ১১ টা থেকে তাদের বহনে জিপ, মাহিন্দ্র, মোটরসাইকেল সাজেকের রুইলুই পর্যটনকেন্দ্রের প্রবেশমুখে লাইন ধরে দাঁড়ায়। পরে দুপুর ১২ টার দিকে ১৩ টি জিপ ও ৬০টি মাহিন্দ্রা-মোটরসাইকেলে পর্যটকেরা খাগড়াছড়ি উদ্দেশে রওনা দেন।

সাজেক পর্যটন কেন্দ্রের গাড়ির লাইন ম্যান মোহাম্মদ ইয়াছিন জানান, আটকা পড়া পর্যটকেরা আজ দুপুর ১২ টার দিকে সাজেক থেকে খাগড়াছড়ি উদ্দেশে রওনা দিয়েছেন। তারা বেলা চারটার মধ্যে খাগড়াছড়ি গিয়ে পৌঁছাবেন।

এ বিষয়ে সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মণ বলেন, আটকা পড়া পর্যটকেরা আজ নিরাপদে ফিরে গেছেন। রিসোর্ট ও কটেজে আটকা পড়া পর্যটকেরা যত দিন ছিলেন, কোনো কক্ষের ভাড়া নেওয়া হয়নি। শুধু পানির বিল নেওয়া হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ ও রাজনৈতিক পরিস্থিতির কারণে আটকা পড়লে পর্যটকদের এ সুযোগ দেওয়া হয়।

উল্লেখ্য যে, গত মঙ্গলবার সকালে বাঘাইহাট থেকে সাজেকে এসব পর্যটক বেড়াতে যান। ওই দিন দুপুর ১২ টার দিকে ভারী বৃষ্টি হলে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাচালং নদী উপচে বাঘাইহাট-সাজেক সড়কের বাঘাইহাট এলাকায় দুটি স্থান এবং মাচালং বাজার এলাকা ডুবে যায়। এতে এই সড়কে সব ধরণের যান চলাচল বন্ধ হয়ে যায়। তারপর থেকে পর্যটকেরা সাজেকে আটকা পড়েন।

বিএনএনিউজ, কাইমুল ইসলাম ছোটন, ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ