16 C
আবহাওয়া
১০:১৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ৮, ২০২৫
Bnanews24.com
Home » দুর্নীতি উন্নয়নের বড় অন্তরায় -রাষ্ট্রপতি

দুর্নীতি উন্নয়নের বড় অন্তরায় -রাষ্ট্রপতি

দুর্নীতি দমন কমিশনের নবনিযুক্ত কমিশনার (অনুসন্ধান) মোছাঃ আছিয়া খাতুন রবিবার(২৩ জুলাই) বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ

ঢাকা: রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন দুর্নীতি উন্নয়নের বড় অন্তরায় উল্লেখ করে বলেছেন, উন্নয়নকে ত্বরান্বিত করতে হলে সমাজের সকল ক্ষেত্রে দুর্নীতি প্রতিরোধের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

দুর্নীতি দমন কমিশনের নবনিযুক্ত কমিশনার (অনুসন্ধান) মোছাঃ আছিয়া খাতুন রবিবার(২৩ জুলাই) বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি উপরোক্ত অভিমত প্রকাশ করেন।

সাক্ষাৎকালে কমিশনার মোছাঃ আছিয়া খাতুন দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিকনির্দেশনা কামনা করেন।

এ সময় রাষ্ট্রপতি আরও বলেন, কমিশনের একার পক্ষে দেশব্যাপী দুর্নীতি দমন সম্ভব নয়। এজন্য দেশবাসীর সার্বিক সহযোগিতা দরকার। দুর্নীতির বিরুদ্ধে দলমত নির্বিশেষে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। রাষ্ট্রপতি এসময় দুর্নীতি প্রতিরোধে পরিবার থেকেই সচেতনতা সৃষ্টির আহ্বান জানান।

সাক্ষাৎকালে  রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবগণ উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ