34 C
আবহাওয়া
১০:০৫ অপরাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » সিরিজে সমতা(১-১) আনল জিম্বাবুয়ে

সিরিজে সমতা(১-১) আনল জিম্বাবুয়ে

বাংলাদেশ আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল

বিএনএ, স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ২৩ রানে জিতল স্বাগতিক জিম্বাবুয়ে। এই জয়ের মাধ্যমে টসিরিজে সমতায় ফিরলো জিম্বাবুয়ে। প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারায় সফরকারী বাংলাদেশ।

শুক্রবার (২৩ জুলাই) টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে ৬ উইকেট হারিয়ে ১৬৬ রান সংগ্রহ করে। ওয়েসলে মাধেভেরে ও রায়ান বার্লের ঝড়ো ব্যাটিং বেশ ভুগিয়েছে বাংলাদেশকে। মাধেভেরে ৫৭ বলের মোকাবেলায় ৫টি চার ও ৩টি ছক্কায় ৭৩ রান করেন।  বার্ল  ১৯ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন।

বাংলাদেশের পক্ষে শরিফুল ইসলাম তিন উইকেট নেন।  সাকিব আল হাসান ও শেখ মেহেদী হাসান একটি করে উইকেট পান।

১৬৭ রানের জয়ের লক্ষে খেলতে নেমে নিয়মিতভাবে উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। টপ অর্ডারের ছয় ব্যাটসম্যান সাজঘরে পথ ধরেন ১১ ওভারের মধ্যেই।
আগের ম্যাচে দুই ফিফটিতে বাংলাদেশকে জয় উপহার দেয়া নাইম ও সৌম্য সাজঘরে ফেরেন দ্রুত। এরপরে দ্রুত ফেরেন পরিক্ষীত সাকিব আল হাসান ও অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদও।
মুজারাবানির বলে ধরা দিয়ে ৫ রানে সাজঘরে ফেরেন নাইম, একই ওভারে ৮ রান করে ফেরেন সৌম্য। ১০ বলে ১২ রানে স্পিনার মাসাকাদজার বলে ধরা দিয়ে ফেরেন সাকিব। আর একইভাবে ৪ রান করে ক্যাচ তুলে ফেরেন রিয়াদও।
পরে ছয় মারতে গিয়ে মুসাকান্দার হাতে ক্যাচ দিয়ে ফেরেন মেহেদী হাসান। ফেরার আগে ১৯ বলে ১৫ করেন মেহেদী।
নুরুল হাসান সোহান আউট হন ৯ রান করে। পরে অভিষিক্ত শামীম ১৩ বলের ২৯ রানের ঝড়ো ইনিংস কিছুটা আশা জোগালেও তার বিদায়ের পর আর আশা থাকেনি টাইগারদের।
সাইফুদ্দিন ফেরেন ১৫ বলে ১৯ রানে। এক বল বাকী থাকতে অলআউট হলে ২৩ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে জিম্বাবুয়ে।

সংক্ষিপ্ত স্কোর

টস : জিম্বাবুয়ে

জিম্বাবুয়ে : ১৬৬/৬ (২০ ওভার)
মাধেভেরে ৭৩, বার্ল ৩৪*, মায়ার্স ২৬
শরিফুল ৩৩/৩, মেহেদী ১১/১, সাকিব ৩২/২

বাংলাদেশ : ১৪৩/১০ (১৯.৫ ওভার)
শামীম ২৯, আফিফ ২৪, সাইফউদ্দিন ১৯
মাসাকাদজা ২০/৩, জংওয়ে ৩১/৩

ফল : জিম্বাবুয়ে ২৩ রানে জয়ী।

আগামী ২৫ জুলাই সিরিজের শেষ ম্যাচটিতে মুখোমুখি হবে দল দুইটি। ওই ম্যাচে বিজয়ী দল সিরিজ জিতবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ