26 C
আবহাওয়া
১:৩১ অপরাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » মিজানুর রহমান মজুমদারকে সংবর্ধনা

মিজানুর রহমান মজুমদারকে সংবর্ধনা


ফেনী : পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট’স এসোসিয়েশন অব ছাগলনাইয়া- পুসাক এর পক্ষ থেকে ছাগলনাইয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদারকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

মিজানুর রহমান মজুমদার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও পুসাকের উপদেষ্টা। ২২শে জুন, শনিবার, ছাগলনাইয়া পৌরসভাস্থ ফুড জোন রেস্টুরেন্টে এ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে পুসাক। পুসাকের কার্যনির্বাহী কমিটির সভাপতি তানজিল আরিফ ও দপ্তর সম্পাদক মাহিম সাঈদ জিসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ফেনী জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক সাইফ উদ্দিন আহমেদ, বল্লভপুর হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন পাটোয়ারী, বিশিষ্ট ব্যবসায়ী এনামুল হক আজাদ, ফেনী সরকারি কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সোহেল মোস্তাক, জোরাক ট্রেড সোর্স লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আরশাদ হোসেন শালীম সহ প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বল্লভপুর হাই স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক শাহাদাত হোসেন মানিক, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মান্নান, ঢাকা ব্যাংক ছাগলনাইয়া শাখার ম্যানেজার ও এভিপি মাঈন উদ্দিন, ফেনী জেলা একাউন্ট এন্ড ফিন্যান্স অফিসের অডিটর কামরুল ইসলাম বিপ্লব, ফেনী সদর হাসপাতালের ডাক্তার ডা: যুবায়ের ইবনে খায়ের, ডা: মীর শওকত নীরব, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডাক্তার ডা: তুহিন, তিতাস গ্যাস অ্যান্ড পেট্রোলিয়াম লিমিটেডের এডমিন অফিসার তানিম আল মাসুদ, পিটিএই ইন্সট্রাক্টর আশ্রাফ উদ্দিন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ঈদ পরবর্তী এই অনুষ্ঠান পাবলিকিয়ানদের মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে উপস্থিত সকলে নিজ নিজ জায়গা থেকে সমৃদ্ধ ছাগলনাইয়া গড়ার প্রত্যয়ে কাজ করার অভিব্যক্তি প্রকাশ করেন।

নিজাম উ‌দ্দিন, জিএন/হাসনা

Loading


শিরোনাম বিএনএ