বিশ্ব ডেস্ক: মালয়েশিয়ার মাঝ আকাশে নৌবাহিনীর দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে হেলিকপ্টার দুটি বিধ্বস্ত হয়ে ১০জন নিহত হয়েছে। সোমবার(২৩ এপ্রিল)সকালে দেশটির লুমাত শহরে অবস্থিত নৌবাহিনীর ঘাঁটিতে একটি অনুষ্ঠানের মহড়ায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে খবরে বলা হয়, মহড়ার জন্য বেশ কয়েকটি হেলিকপ্টার উড্ডয়নের পরই দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ হয়। এরপরই হেলিকপ্টার দুটি মাটিতে পড়ে যায়।
ডেইলি স্টার মালয়েশিয়া জানায়, ওই দুটি হেলিকপ্টারে অন্তত ১০ জন ক্রু ছিলেন। তাদের সকলেই নিহত হয়েছেন।
বিএনএ,এসজিএন/হাসনা