25 C
আবহাওয়া
৬:৩৪ অপরাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » ঈদে পঙ্গু হাসপাতালে ভর্তি ৩২১ মোটরসাইকেল আরোহী

ঈদে পঙ্গু হাসপাতালে ভর্তি ৩২১ মোটরসাইকেল আরোহী


বিএনএ, ঢাকা: ঈদের দুইদিনে বেপরোয়া মোটরসাইকেল চালানোয় দুর্ঘটনায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) বা পঙ্গু হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২১ মোটরসাইকেল আরোহী। রোববার (২৩ এপ্রিল) দুপুরে হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।

সরেজমিনে দেখা যায়, পঙ্গু হাসপাতালে হঠাৎ রোগীর চাপ অনেক বেড়েছে। দুর্ঘটনায় হাত-পা ভেঙে অনেকেই হাসপাতালের জরুরি বিভাগে কাতরাচ্ছেন।

সূত্র জানায়, ঈদের দিন অর্থাৎ ২২ এপ্রিল ২১৬ জন হাত-পা ভাঙা রোগী জাতীয় অর্থোপেডিক হাসপাতালে এসেছেন। এর মধ্যে ৯৬ জনের অবস্থা গুরুতর। অস্ত্রোপচারের পর তাদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকি ১২০ প্রাথমিক চিকিৎসা নিয়েই বাসায় ফিরতে পেরেছেন। এ ছাড়া ঈদের দ্বিতীয় দিন রোববার দুপুর ২টা পর্যন্ত নতুন ১০৫ জন রোগী চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ৩৫ জনের অবস্থা গুরুতর।

পঙ্গু হাসপাতালে জরুরি বিভাগে কর্মরত (ওয়ার্ড বয়) হৃদয় হোসেন বলেন, ‘আমরা যাদের পা ব্যান্ডেজ করেছি তাদের অধিকাংশই তরুণ আর তারা সবাই মোটরসাইকেল আরোহী। দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে রোগীরা আসেন। কীভাবে দুর্ঘটনা ঘটেছে, জানতে চাইলে জানায়, বন্ধুদের নিয়ে বাইকে ঘুরতে বেরিয়ে এমন অবস্থা হয়েছে। ’

এদিকে, হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, যেভাবে বাইক দুর্ঘটনা বেড়ে চলছে তাতে মনে হচ্ছে সন্ধ্যা ও রাতে এ ধরনের রোগীদের সংখ্যা আরও বাড়বে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ