38 C
আবহাওয়া
৬:৩৬ অপরাহ্ণ - এপ্রিল ২৩, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে ট্রেনের টিকিট বিক্রি শুরু

চট্টগ্রামে ট্রেনের টিকিট বিক্রি শুরু


বিএনএ, চট্টগ্রাম :পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে চট্টগ্রামে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।শনিবার(২৩ এপ্রিল) ট্রেনের অগ্রিম টিকিট টিকিট পেতে গভীর রাত থেকে চট্টগ্রাম স্টেশনে ভীড় জমান লোক জন। অগ্রিম এই টিকিট বিক্রি চলবে পাঁচদিনব্যাপী। ২৩ এপ্রিল দেয়া হবে ২৭ এপ্রিলের টিকিট। এবার টিকিট কাটতে যাত্রীদের এনআইডি অথবা জন্ম নিবন্ধন সনদ বাধ্যতামূলক করেছে রেল কর্তৃপক্ষ। এ ছাড়া নারীদের জন্য রাখা হয়েছে ‘বিশেষ ব্যবস্থা’।

চট্টগ্রাম রেল স্টেশন সূত্র জানিয়েছে, ১ থেকে ৮নং কাউন্টারে আলাদা আলাদা ট্রেনের টিকিট দেওয়া হবে। ১ নং কাউন্টারে মহিলা, ওয়ারেন্ট ও রেলওয়ের পাশ টিকিটের জন্য ব্যবস্থা রাখা হয়েছে। ২ নং কাউন্টারে সুবর্ণ ও সোনার বাংলা এক্সপ্রেস (স্নিগ্ধা ও শোভন চেয়ার), ৩ নং কাউন্টারে পাহাড়িকা ও উদয়ন, ৪ নং কাউন্টারে মহানগর গোধূলী ও মহানগর এক্সপ্রেস, ৫ নম্বরে তূর্ণা এক্সপ্রেস, ৬ নং কাউন্টারে চট্টলা ও বিজয় এক্সপ্রেস (স্নিগ্ধা, শোভন চেয়ার ও শোভন), ৭ নম্বর কাউন্টারে মেঘনা এক্সপ্রেস, চাঁদপুর স্পেশাল ট্রেনের টিকিট বিক্রি করা হবে। বাকি কাউন্টারে অন্যান্য ট্রেনের টিকিট দেওয়া হবে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ