37 C
আবহাওয়া
৫:৪৩ অপরাহ্ণ - মার্চ ২৯, ২০২৫
Bnanews24.com
Home » ঈদে অতিরিক্ত ছুটি পাবেন না যারা

ঈদে অতিরিক্ত ছুটি পাবেন না যারা

ঈদে অতিরিক্ত ছুটি পাবেন না যারা

বিএনএ, ঢাকা: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত পাঁচ দিনের ছুটি ঘোষণা করে সরকার। এর পরদিন বৃহস্পতিবার (৩ এপ্রিল) অফিস খোলা থাকবে এবং আবার দুই দিনের সাপ্তাহিক ছুটি হওয়ায় ওই দিনও ছুটির সিদ্ধান্ত নেয় সরকার।

ইতোমধ্যে বৃহস্পতিবার (৩ এপ্রিল) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। কিন্তু বিভিন্ন জরুরি পরিষেবায় নিয়োজিতরা পাবেন না এই অতিরিক্ত ছুটি।

রোববার (২৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, সরকার আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৩ এপ্রিল বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করল। ছুটিকালীন এসময় সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।

জরুরি পরিষেবা এই ছুটির বাহিরে থাকবে জানিয়ে বলা হয়, জরুরি পরিষেবা যেমন: বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরসমূহের কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এ সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতাবহির্ভূত থাকবে।

একই সঙ্গে হাসপাতাল ও জরুরি সেবা এবং এ সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা এই ছুটির আওতাবহির্ভূত থাকবে। চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মীরা এবং ওষুধসহ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতাবহির্ভূত থাকবে।

জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসসমূহ এই ছুটির আওতাবহির্ভূত থাকবে বলে জানানো হয়।

এদিকে ব্যাংক এবং আদালতের প্রসঙ্গে বলা হয়, ব্যাংকিং কার্যক্রমের ক্ষেত্রে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে বাংলাদেশ ব্যাংক। আর আদালতের কার্যক্রমের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন সুপ্রিম কোর্ট।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ