বিএনএ, গাজীপুর : গাজীপুরের পূবাইলে লরি চাপায় ইজিবাইক চালকসহ একজন যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছে আরও তিনজন । রোববার(২৩ মার্চ) সকালে নিমতলী ব্রিজের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন- ইজিবাইক চালক হালিম মিয়া ও যাত্রী সাব্বির আলম। আহতদের পরিচয় এখনো জানা যায়নি।
পূবাইল থানার এসআই রফিক এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, নিমতলী ব্রিজের পূর্ব পাশে ইজিবাইকটিকে চাপা দেয় বিপরীত দিক থেকে আসা একটি লরি। এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালক ও এক যাত্রী প্রাণ হারান। আহত হন আরও তিন যাত্রী।
ঘাতক লরিটিকে জব্দ করা হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছেন বলে তিনি আরও জানান।
বিএনএ/ ওজি