ঢাকার সড়কে রিকশা থামাতে ‘রিকশা ট্র্যাপার’ বসালো ডিএমপি
23 C
আবহাওয়া
৪:০৪ পূর্বাহ্ণ - মার্চ ২৬, ২০২৫
Bnanews24.com
Home » ঢাকার সড়কে রিকশা থামাতে ‘রিকশা ট্র্যাপার’ বসালো ডিএমপি

ঢাকার সড়কে রিকশা থামাতে ‘রিকশা ট্র্যাপার’ বসালো ডিএমপি

ঢাকার সড়কে রিকশা থামাতে ‘রিকশা ট্র্যাপার’ বসালো ডিএমপি

বিএনএ,ঢাকা: ঢাকার যেসব সড়কে রিকশা চলাচল নিষেধ, সেগুলোর প্রবেশমুখে “রিকশা ট্র্যাপার” বসালোর উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ ট্র্যাপার পেরিয়ে কোনো রিকশা যেতে চাইলে লোহার খাঁজে আটকে যাবে চাকা।

শনিবার (২২ মার্চ) ঢাকার রমনা থানার সামনে শহিদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি এলাকায় পরীক্ষামূলকভাবে ট্র্যাপার বসানো হয়েছে।

জানা গেছে, আপাতত রমনা এলাকার কয়েকটি জায়গায় এই “রিকশা ট্র্যাপার” বসানো হচ্ছে। কার্যকরী মনে হলে পরে বসানো হবে শহরের অন্যান্য সড়কেও।

এ বিষয়ে ডিএমপির (ট্রাফিক) রমনা বিভাগের উপ-কমিশনার মোস্তাফিজুর রহমান জানান, ঢাকার সড়কে রিকশা চলাচল সীমিত করার অংশ হিসেবে রিকশা ট্র্যাপার বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত পরীক্ষামূলকভাবে স্থাপন করা হচ্ছে। এর কার্যকারিতা পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

বিএনএনিউজ / আরএস

Loading


শিরোনাম বিএনএ