বিএনএ,ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির যৌথ উদ্যোগে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হতে পারে আগামী বুধবার। এই তারিখকে সামনে রেখে ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছেন দুটি সংগঠনের শীর্ষ নেতারা। নতুন দলের আহ্বায়ক হিসেবে উপদেষ্টা নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হিসেবে আখতার হোসেনের নাম চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে।
জুলাই মাসের গণ-অভ্যুত্থানে নেতৃত্বদানকারী আলোচিত দু’জন নেতা হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম নতুন দলের গুরুত্বপূর্ণ পদে থাকবেন। হাসনাত আবদুল্লাহকে দলের মুখপাত্র এবং সারজিস আলমকে মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে। এছাড়াও, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হিসেবে আলী আহসান জোনায়েদ এবং যুগ্ম সদস্য সচিব হিসেবে নাসিরুদ্দীন পাটওয়ারীর নাম চূড়ান্ত হয়েছে। আলী আহসান জোনায়েদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি এবং জাতীয় নাগরিক কমিটির সঙ্গে সমঝোতার ভিত্তিতে তাকে এই দায়িত্ব দেওয়া হচ্ছে।
নতুন দলে আরও যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন তাদের মধ্যে রয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, তাসনিম জারা, আরিফুল ইসলাম আদীব এবং যুগ্ম সদস্য সচিব অনিক রায়। এছাড়াও, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদকেও দলের গুরুত্বপূর্ণ পদে দেখা যেতে পারে।
ছাত্র-জনতার আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখা প্রায় সব ছাত্রনেতাই নতুন দলে যুক্ত হতে আগ্রহী। তবে পদসংখ্যা সীমিত হওয়ায় নেতৃত্ব নির্বাচন নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়েছেন সংগঠনের শীর্ষ নেতারা। এদিকে, নতুন দলে যোগ দেয়ার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারের সাবেক আমলা এবং সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের কাছ থেকেও প্রস্তাব পাওয়া গেছে। গত শনিবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় নাগরিক কমিটির সঙ্গে মতবিনিময় করেন সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা, যারা নতুন দলকে সমর্থন জানিয়েছেন।
নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানকে জমকালো করে তোলার পরিকল্পনা করা হয়েছে। দলের কর্মসূচি বাস্তবায়নবিষয়ক উপকমিটি লক্ষ্য নির্ধারণ করেছে আত্মপ্রকাশ অনুষ্ঠানে ৫ লক্ষাধিক মানুষের উপস্থিতি নিশ্চিত করার। এই অনুষ্ঠানের মাধ্যমে তরুণ নেতৃত্ব তাদের রাজনৈতিক শক্তিমত্তার জানান দিতে চায়।
বিএনএ,এসজিএন