বিএনএ ডেস্ক, ঢাকা: আফগানিস্তানের দেয়া ২১৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৫ রানে ৬ উইকেট হারায় টাইগাররা। সেখান থেকেই দলকে টেনে তোলেন আফিফ হোসাইন ও মেহেদি হাসান মিরাজ। দৃঢ়তার সাথে লড়াই করে ৪৮.৫ ওভারে চার উইকেট হাতে রেখেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন দুই ব্যাটার। আফিফ ১১৫ বলে ৯৩ আর মিরাজ ১২০ বলে করেন ৮১ রান।
এর আগে তৃতীয় ওভারে দলীয় ১৩ রানের মাথায় প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ৮ বলে ১ রান করে কট বিহাইন্ড হয়ে ফেরেন লিটন দাস। এরপর সাকিব আল হাসানের সাথে জুটি বাধেন তামিম ইকবাল। ১৪ রানের মাথায় ফারুকির একই ওভারে ৮ রানে এলবিডব্লিউ হয়ে ফেরেন তামিম। ৮ বল মোকাবিলা করেন তিনি।
এরপর সাকিব জুটি গড়েন মুশফিকুর রহিমের সাথে। তিনিও ফিরে যান ব্যর্থ হয়ে। ৫ বলে ৩ রান করে পঞ্চম ওভারে ফারুকির এলবিডব্লিউ’র শিকার হন তিনি। ইয়াসির আলী নেমে জুটি বাধেন সাকিবের সাথে। যষ্ঠ ওভারে ৫ বল খেলে কোন রান না করেই ক্লিন বোল্ড হন ফারুকির বলে।
এরপর অষ্টম ওভারে দলীয় ২৮ রানের মাথায় ১০ রান করে মুজিব উর রহমানের বলে প্লে ডাউন হন সাকিব আল হাসান। ১২ তম ওভার করতে আসেন রশিদ খান। সেই ওভারেই দলীয় ৪৫ রানের সময় স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন মহমুদ উল্লাহ রিয়াদ।
প্রথম ৪ উইকেট নেন আফগান বোলার ফারুকি।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ৪৯.১ ওভারে সব উইকেট হারিয়ে ২১৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। বাংলাদেশের হয়ে তিনটি উইকেট নেন মুস্তাফিজুর রহমান। দুটি করে উইকেট নেন তাসকিন আহমেদ, সাকিব আল হাসান ও শরিফুল ইসলাম।
বিএনএ/ এ আর