17 C
আবহাওয়া
১০:৫৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » বুড়িগঙ্গায় লঞ্চডুবি : ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

বুড়িগঙ্গায় লঞ্চডুবি : ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

বুড়িগঙ্গায় লঞ্চডুবি : ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

বিএনএ, ঢাকা : বুড়িগঙ্গায় সদরঘাটে মুন্সীগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা মর্নিং বার্ড লঞ্চকে চাঁদপুরগামী ময়ূর-২ লঞ্চের দেয়া ধাক্কায় ডুবে যাওয়ার ঘটনায় দায়ের করা মামলায় ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দেক হামিদ ছোয়াদসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সদরঘাট নৌ থানার উপ-পরিদর্শক শাহিদুল আলম।

অভিযোগপত্রে অন্য আসামিরা হলেন- লঞ্চের মাস্টার আবুল বাশার মোল্লা, সহকারী মাস্টার জাকির হোসেন, চালক শিপন হাওলাদার, শাকিল হোসেন সিপাই, সুকানি নাসির মৃধা, মো. হৃদয় হাওলাদার, সুপারভাইজার আব্দুস সালাম, সেলিম হোসেন হিরা, আবু সাঈদ ও দেলোয়ার হোসেন সরকার।

উল্লেখ্য, ২০২০ সালের ২৯ জুন মুন্সীগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে মর্নিং বার্ড নামের একটি লঞ্চ সদরঘাটে পৌঁছানোর আগে চাঁদপুরগামী ময়ূর-২ লঞ্চের ধাক্কায় ডুবে যায়। দুর্ঘটনায় মর্নিং বার্ডের ৩৪ যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার পরের দিন ৩০ জুন রাতে নৌ-পুলিশের সদরঘাট থানার উপ-পরিদর্শক মোহাম্মদ শামসুল বাদী হয়ে অবহেলাজনিত হত্যার অভিযোগ এনে ময়ূর-২ লঞ্চের মালিকসহ ৭ জনের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করেন।

মামলায় ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দেক,ময়ূর-২ লঞ্চের সুপারভাইজার আবদুস সালাম ও ময়ূর-২ এর মাস্টার আবুল বাশারকে গ্রেফতার করা হয়।আসামিদের মধ্যে ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দেক জামিনে আছেন।অপর দুই আসামি কারাগারে রয়েছেন।

বিএনএ নিউজ/এসবি/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ