35 C
আবহাওয়া
৮:২১ অপরাহ্ণ - এপ্রিল ২৩, ২০২৪
Bnanews24.com
Home » সালমান শাহ হত্যাকাণ্ড : চূড়ান্ত প্রতিবেদনের শুনানি ২০ এপ্রিল

সালমান শাহ হত্যাকাণ্ড : চূড়ান্ত প্রতিবেদনের শুনানি ২০ এপ্রিল

সালমান শাহ হত্যাকাণ্ড:চূড়ান্ত প্রতিবেদনের শুনানি ২০ এপ্রিল

বিএনএ, আদালত প্রতিবেদক : চিত্রনায়ক সালমান শাহ হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দেয়া চূড়ান্ত প্রতিবেদনটি গ্রহণের ওপর শুনানির জন্য ২০ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লার আদালতে মামলার চূড়ান্ত প্রতিবেদনটি গ্রহণের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন মামলার বাদী সালমান শাহের মা লন্ডনে থাকায় সময়ের আবেদন করেন তার আইনজীবী। আদালত আবেদন মঞ্জুর করে নতুন এ দিন ধার্য করেন।

২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি আদালতে ৬০০ পৃষ্ঠার প্রতিবেদনটি জমা দেন পিবিআইয়ের পরিদর্শক সিরাজুল ইসলাম। তার আগে (২৪ ফেব্রুয়ারি) আলোচিত এ মামলার তদন্ত প্রতিবেদন তুলে ধরেন পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার।

পিবিআইয়ের প্রতিবেদনে বলা হয়, বাংলা চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যাকাণ্ডের শিকার হননি, পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছিলেন তিনি।

উল্লেখ্য,১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহকে ঢাকার নিজ বাসায় তার শয়নকক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তাকে প্রথমে হলি ফ্যামিলি ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিএনএ নিউজ/এসবি, জেবি

Loading


শিরোনাম বিএনএ