বিএনএ, সাভার : ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কের পাশ থেকে আজাদ বিশ্বাস (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। অজ্ঞাত কোন গাড়ির ধাক্কায় সে নিহত হয়ে থাকতে পারে বলে ধারণা করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কে সুতিপাড়া ইউনিয়নের বাথুলি বাসস্ট্যান্ডের কাছ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত আজাদ বিশ্বাস ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়নের কিশোরীনগর এলাকার বাবুল বিশ্বাসের ছেলে।
পুলিশ জানায়, ভোররাতের দিকে বাথুলি বাসস্ট্যান্ডের ১৫০ গজ পূর্বে ঢাকা-আরিচা মহাসড়কের দক্ষিণ পাশে একটি মরদেহ দেখতে পাওয়ার খবরে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। তার মাথার পেছনে ফুলা ও সামান্য কাটা দাগ আছে।
এবিষয়ে গোলড়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) মনিরুল ইসলাম বলেন, মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাত কোন গাড়ির ধাক্কায় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা যাচ্ছে।
এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
বিএনএনিউজ/ ইমরান খান, জেবি