23 C
আবহাওয়া
১:৫১ পূর্বাহ্ণ - নভেম্বর ১৬, ২০২৪
Bnanews24.com
Home » দ্বিতীয় চালানে এলো ২০ লাখ করোনা টিকা

দ্বিতীয় চালানে এলো ২০ লাখ করোনা টিকা

কোভিড-১৯

করোনাভাইরাসের টিকার দ্বিতীয় চালানে ২০ লাখ ডোজ টিকা এসেছে। সোমবার রাত সোয়া ১২টার দিকে  টিকার চালান নিয়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় স্পাইস জেটের একটি বিমান। এ নিয়ে ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকার ৯০ লাখ ডোজ বাংলাদেশে এসেছে।

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিমানবন্দর থেকে এই টিকা বেক্সিমকোর টঙ্গীর গুদামে নেওয়া হয়।এর আগে ২১ জানুয়ারি ভারত সরকারের উপহার হিসেবে ২০ লাখ টিকা দেশে আসে। এরপর ২৫ জানুয়ারি আসে আরো ৫০ লাখ ডোজ। এবার আসলো ২০ লাখ। সব মিলিয়ে তিন দফায় মোট ৯০ লাখ ডোজ করোনার টিকা দেশে এসেছে।

এদিকে, গেল ২৭ জানুয়ারি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তাকে এক ডোজ টিকা দেয়ার মধ্য দিয়ে দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ৭ ফেব্রুয়ারি সারাদেশে ১ হাজার ৫টি কেন্দ্রে শুরু হয় এ টিকাদান কর্মসূচি।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ