19 C
আবহাওয়া
৮:৪৩ অপরাহ্ণ - জানুয়ারি ২৩, ২০২৫
Bnanews24.com
Home » ঢাকার পুঁজিবাজারে আধা ঘণ্টায় লেনদেন ৫৬ কোটি

ঢাকার পুঁজিবাজারে আধা ঘণ্টায় লেনদেন ৫৬ কোটি

ঢাকার পুঁজিবাজারে আধা ঘণ্টায় লেনদেন ৫৬ কোটি

বিএনএ, ডেস্ক: সূচকের উত্থানের মধ্য দিয়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন চলছে। আর লেনদেনের প্রথম আধা ঘণ্টায় ডিএসইতে লেনদেন ছাড়িয়েছে ৫৬ কোটি টাকা। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) চলতি সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবসে লেনদেনের প্রথম আধা ঘণ্টায় (সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত) দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ১৬ পয়েন্ট বেড়েছে।

তবে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে কমেছে ৯ পয়েন্ট।

ঢাকা স্টক এক্সচেঞ্জ
ডিএসইর তথ্য মতে, বৃহস্পতিবার লেনদেনের প্রথম আধা ঘণ্টায় প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৬ দশমিক ৬৯ পয়েন্ট ও ডিএসইএস সূচক ৩ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে যথাক্রমে অবস্থান করছে ৫ হাজার ১৯৩ দশমিক ৯৩ পয়েন্টে ও ১ হাজার ১৬৯ দশমিক ৭৭ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ৬ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯২৫ দশমিক ৯৩ পয়েন্টে।

এ সময় ডিএসইতে ৩১২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৮১টি কোম্পানির শেয়ারের, কমেছে ৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৩টি। এছাড়া ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৫৬ কোটি ২০ লাখ টাকার শেয়ার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ
অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে প্রধান সূচক সিএএসপিআই ৯ দশমিক ৪২ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ৬ দশমিক ১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৪ হাজার ৫০৯ দশমিক ০১ পয়েন্টে ও ৮ হাজার ৮২৯ দশমিক ৫৪ পয়েন্টে।

এছাড়া সিএসই-৫০ সূচক ২ দশমিক ৩৬ পয়েন্ট ও সিএসই-৩০ সূচক ৪৬ দশমিক ৫০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ১০৮ দশমিক ৭৪ পয়েন্টে ও ১১ হাজার ৮৫১ দশমিক ৮৬ পয়েন্টে। আর সিএসআই সূচক বেড়েছে শূন্য দশমিক ৬৪ পয়েন্ট। সূচক অবস্থান করছে ৯৪৮ দশমিক ৪১ পয়েন্টে।

এ সময় লেনদেন হয়েছে ৫২ লাখ ৬১ হাজার টাকার। লেনদেন হওয়া ৩২ কম্পানির মধ্যে দাম বেড়েছে ২১টি কম্পানির শেয়ারের, কমেছে ৭টির ও অপরিবর্তিত রয়েছে ৪টির।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ