বিশ্ব ডেস্ক: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের পর্যটকদের অন্যতম ব্যস্ত এলাকা বুকিত বিনতাং-এ অভিযান চালিয়ে ইমিগ্রেশন পুলিশ ১৭৬ জন অভিবাসীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন।
অভিযানের বিবরণ
কুয়ালালামপুরের অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী, বুধবার (২২ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বুকিত বিনতাং-এর জালান আলোর আশপাশে অভিযান চালানো হয়। অভিযানে ৭১ জন বাংলাদেশি, ৬০ জন মিয়ানমারের, ২৪ জন ইন্দোনেশিয়ার, ১৬ জন নেপালের, ৩ জন পাকিস্তানের এবং মিশর ও সুদানের একজন করে নাগরিককে গ্রেফতার করা হয়।
কুয়ালালামপুর অভিবাসন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফ এক বিবৃতিতে জানান, জনসাধারণের অভিযোগ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুয়ালালামপুর সিটি হলের (ডিবিকেএল) সহযোগিতায় অভিযানটি পরিচালিত হয়।
আইন ভঙ্গের কারণে গ্রেফতার
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের ধারা ৬(১)(সি), ধারা ১৫(১)(সি) এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন রেগুলেশনের ৩৯(বি) অনুযায়ী বৈধ কাগজপত্র না থাকা এবং মালয়েশিয়ায় অতিরিক্ত সময় অবস্থানের অভিযোগ আনা হয়েছে। তাদের নথিপত্র যাচাই ও পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য কুয়ালালামপুর ইমিগ্রেশন সদর দপ্তরে নেওয়া হয়েছে।
অভিযান চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি
অভিবাসন পরিচালক জানান, বুকিত বিনতাং-এর জালান আলোর এলাকা স্থানীয় ও বিদেশি পর্যটকদের মধ্যে বেশ জনপ্রিয়। তবে এই এলাকায় বিদেশি অভিবাসীদের উপস্থিতি অনেক দর্শনার্থীর জন্য অস্বস্তিকর হয়ে উঠেছে। নিয়ম লঙ্ঘন রোধে এবং বৈধতা নিশ্চিত করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
বাংলাদেশিদের মালয়েশিয়ায় অবস্থান
বাংলাদেশ থেকে প্রতি বছর বিপুলসংখ্যক জনশক্তি মালয়েশিয়ায় যায়। বর্তমানে দেশটিতে ১৪ লাখেরও বেশি বাংলাদেশি শ্রমিক হিসেবে কাজ করছেন, যা মালয়েশিয়াকে বাংলাদেশি কর্মীদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ গন্তব্যে পরিণত করেছে। সূত্র : ষ্টার ডটকম এমওয়াই।
বিএনএনিউজ২৪,এসজিএন/এইচমুন্নী