17 C
আবহাওয়া
১১:১০ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ভাত খেয়ে গিনিস রেকর্ডে নাম লেখালেন নিপা

ভাত খেয়ে গিনিস রেকর্ডে নাম লেখালেন নিপা


বিএনএ, বরিশাল : ইউটিউব দেখে শিখলেন কৌশল। বার বার চেষ্টা করলেন। অবশেষে সফল হলেন। চপস্টিক দিয়ে ভাত খেয়ে গিনেস ওয়ার্ল্ড বুকে রেকর্ড গড়লেন বরিশালের মেয়ে নুসরাত জাহান নিপা।

মাত্র এক মিনিটে ২৭টি ভাত খেয়ে আট বছর পর ইতালির রেকর্ড ভেঙেছেন তিনি। ২০২২ সালের ২ সেপ্টেম্বরে রেকর্ডটি করলেও সনদ পেয়েছেন গেল ডিসেম্বরে। এর আগে ২০২১ সালের ২৪ সেপ্টেম্বর নিপা এক মিনিটে ৭১টি কয়েন দিয়ে টাওয়ার তৈরি করে বিশ্ব রেকর্ড গড়েছিলেন।

বর্তমানে বরিশাল নগরীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন নুসরাত জাহান নিপা (২৪)। নগরীর কলেজ রোড এলাকায় তার বাসা। তার পিতার নাম আব্দুর রশিদ।

নুসরাত জাহান নিপা বলেন, এক মিনিটে ২৫টি ভাত খেয়ে ইতালির এক নাগরিক গিনেস ওয়ার্ল্ড বুকে রেকর্ড করেছিলেন, আট বছর পর সেই রেকর্ডটি ভেঙেছি আমি। চপস্টিক দিয়ে বিশ্ব রেকর্ড করাটা কঠিন ছিল। অনেক অনুশীলন করতে হয়েছে। তবে এবারে যাচাই বাছাই শেষে সার্টিফিকেট পেতে অনেকটা সময়ও লেগেছে।

তিনি বলেন, মূলত ইউটিউব দেখেই এসব ধারণা পেয়েছি, বিশ্ববাসীর কাছে বাংলাদেশকে তুলে ধরতে সামনে নতুন কিছু করার চেষ্টা করব।

বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ