18 C
আবহাওয়া
১০:৪৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » আখেরি মোনাজাতের দিন থাকবে ৫ স্পেশাল ট্রেন

আখেরি মোনাজাতের দিন থাকবে ৫ স্পেশাল ট্রেন

রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম

ঢাকা: চলতি বছর বিশ্ব ইজতেমার প্রথম পর্ব (জোবায়ের) অনুষ্ঠিত হবে ২-৪ ফেব্রুয়ারি  এবং দ্বিতীয় পর্ব (সাদ) অনুষ্ঠিত হবে ৯-১১ ফেব্রুয়ারি ২০২৪।

রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম জানিয়েছেন, বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের দিন যাতায়াতের সুবিধার্থে পাঁচটি স্পেশাল ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুর ১২টার দিকে রেলভবনের সভাকক্ষে বিশ্ব ইজতেমা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের প্রস্তুতি বিষয়ে গণমাধ্যমকে এ তথ্য জানান রেলমন্ত্রী।

মন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেন, সকল আন্তঃনগর মেইল ও কমিউটার ট্রেনে অতিরিক্ত কোচ সংযুক্ত করা হবে। সকল ট্রেন টঙ্গি স্টেশনে ৩ মিনিট করে যাত্রা বিরতি করবে।

বিএনএ,এসজিএন/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ