14 C
আবহাওয়া
৬:৫৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ৩, ২০২৫
Bnanews24.com
Home » ময়মনসিংহে তিন সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

ময়মনসিংহে তিন সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

ময়মনসিংহে তিন সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

বিএনএ, ময়মনসিংহ : ময়মনসিংহের ফুলপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নরমাল ডেলিভারীতে তিন কন্যা সন্তানের জন্ম দিলেন সীমা আক্তার নামে এক গৃহবধু। সীমা আক্তার উপজেলার রামভদ্রপুর গ্রামের মোহাম্মদ আমিনুল হকের স্ত্রী।

সোমবার (২৩ জানুয়ারী) বিকালে ফুলপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে গৃহ বধু তিন সন্তানের জন্ম দেন।

ফুলপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার এরশাদ ফরাজি এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সীমা আক্তার প্রসব ব্যথা অনুভব করলে হাসপাতালে নিয়ে আসে তার পরিবারের লোকজন। আনার পর স্বাস্থ কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স শিল্পী পারভিন ও মিডওয়াইফ মৌসুমী আক্তারের তত্ত্বাবধায়নে বিকাল সাড়ে ৪ টা থেকে সাড়ে ৫ টার মাঝে এক ঘন্টায় তিনটি কন্যা সন্তানের জন্ম দেন। দুটি বাচ্চার ওজন ঠিক থাকলেও একটি বাচ্চার ওজন কম। তবে, তিন নবজাতক ও মা সুস্থ আছেন বলেও জানান তিনি।

বিএনএ/ হামিমুর রহমান,ওজি

Loading


শিরোনাম বিএনএ