বিএনএ, ময়মনসিংহ : ময়মনসিংহে অভিযান চালিয়ে ৯ ইট ভাটা মালিককে ৪৬ লক্ষ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। সোমবার (২৩ জানুয়ারী) দিনব্যাপী জেলার মুক্তাগাছা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়।
জরিমানা করা ভাটাগুলো হলো, মেসার্স সোহাগ ব্রিক্স ৫ লক্ষ, মেসার্স মুরাদ ব্রিক্স ৫ লক্ষ, মেসার্স বিবিসি ব্রিক্স ৫ লক্ষ, মেসার্স যমুনা ব্রিক্স ৬ লক্ষ, মেসার্স বলাকা–১ ব্রিক্স ৫ লক্ষ, মেসার্স বলাকা–২ ব্রিক্স ৫ লক্ষ, মেসার্স মাস্টার ব্রিক্স ৫ লক্ষ, মেসার্স সততা ব্রিক্স ৫ লক্ষ, মেসার্স শাপলা ব্রিক্স ৫ লক্ষ টাকা।
অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় উপ–পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল মাহমুদ।
জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আলমগীর হোসেন বলেন, স্কুলের পাশে ইট ভাটা গড়ে উঠা, আবাসিক এলাকায় ইট ভাটা গড়ে উঠা, পরিবেশ অধিদপ্তরের প্রয়োজনীয় কাগজ না থাকা এবং পরিবেশ অধিদপ্তর আইনের ৮ এর ৩ ক, ৫ এর ২ ধারা লঙ্গণ করায় এসব জরিমানা করা হয়েছে। এছাড়াও ইটভাটাগুলো আংশিক গুড়িয়ে দেয়া হয়েছে। এমন অভিযান চলবে বলেও জানান তিনি।
বিএনএনিউজ/হামিমুর রহমান/এইচ.এম।