15 C
আবহাওয়া
১২:০৫ অপরাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » নাদিয়ার ঘাতক বাস চালক ও তার সহকারী রিমান্ডে

নাদিয়ার ঘাতক বাস চালক ও তার সহকারী রিমান্ডে

নাদিয়ার ঘাতক বাস চালক ও তার সহকারী রিমান্ডে

বিএনএ: রাজধানীর প্রগতি সরণিতে বাসচাপায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাদিয়ার নিহতের ঘটনায় ঘাতক বাস চালক ও তার সহকারীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ডে নেয়া আসামিরা হলেন- চালক লিটন ও সহকারী মো. আবুল খায়ের।

সোমবার (২৩ জানুয়ারি) তাদেরকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদেরকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ আল ইমাম রাজন। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মোস্তফা রেজা নূরের আদালত এ আদেশ দেন।

এর আগে দুপুরে গুলশান বিভাগের ডিসি মো. আব্দুল আহাদ জানান, নাদিয়ার ঘাতক বাস চালক লিটন ও তার সহকারী আবুল খায়েরকে মিরপুরের শাহআলী এলাকা থেকে গ্রেফতার করা হয়।

রোববার (২২ জানুয়ারি) দুপুর পৌনে ১টায় প্রগতি সরনিতে ভিক্টর পরিবহনের একটি বাসের চাপায় নিহত হন নাদিয়া। মাত্র দু’সপ্তাহ আগে নর্দার্ন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলেন তিনি। নাদিয়ার মৃত্যুর পর তার বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে ভাটারা থানায় নিরাপদ সড়ক আইনে মামলা দায়ের করেন।

বিএনএনিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ